• জাতীয়
  • লিড নিউজ

পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না ইসিতে

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৫:৪১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক সরকারি দফতরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। অনেক জায়গায় দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কও বিরাজ করছে। নির্বাচন কমিশনে (ইসি) হামলার আতঙ্কে সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না কমিশন ভবনে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। 

ইসির উপ-সচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে নির্বাচন কমিশন সচিবালয়, IDEA-2 প্রকল্প, EVM প্রকল্প, SCDECS প্রকল্প, CBTEP প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করা এবং দাফতরিক কার্যক্রম চলাকালীন সময়ে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়।

এরপর ইসি সচিব শফিউল আজিম তা বাস্তবায়নের জন্য সেবা শাখাকে নির্দেশনা দেন। কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অফিসের ইসির পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷গুঞ্জন উঠেছিল নির্বাচন ভবনেও হামলা হতে পারে। সেই ভয়ে কর্মকর্তারা ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিন পর পর্যন্ত ঠিকমতো অফিস করেননি। নির্বাচন কমিশনাররাও অফিস করেননি।

মন্তব্য ( ০)





  • company_logo