ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আকস্মিক বন্যায় বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যায় দুর্গত অসহায় মানুষদের সাহায্যার্থে মাদারীপুর জেলার শিবচর থানার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অনুদান হস্তান্তর করা হয়।
মুক্তিযোদ্ধারা জানান, বন্যার্ত মানুষদের সহযোগিতা করা মানবিক দায়িত্ব। বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষ কষ্টে আছেন। তাই শিবচর থানার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের মানুষ। শিবচর উপজেলা থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য সাড়ে ৪ লাখ টাকা দান করেছেন।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)