• আন্তর্জাতিক
  • লিড নিউজ

নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জন যাত্রী নিহত

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৩ আগস্ট, ২০২৪ ১৭:০৪:৫০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পার্শ্ববর্তী নদীতে পড়ে যাওয়ায় ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালের দিকে ঘটেছে এই দুর্ঘটনা।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ছিল ভারতীয় একটি বাস এবং নিহত ১৪ জনসহ যে ৪০ জন যাত্রী বাসটিতে ছিলেন, তাদের সবাই ভারতের নাগরিক। পার্শ্ববর্তী  যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে কাঠমান্ডুর দূরত্ব ১১০ কিলোমিটার।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন এলাকা পোখরার রওনা হয়েছিল বাসটি, তানাহুন নামের একটি এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায়। বাসটির নিবন্ধন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে পুলিশসূত্রে।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের ত্রিশুলি নদীতে ডুবে গিয়েছিল দু’টি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৭ জনের সন্ধান পাওয়া গিয়েছিল।

মন্তব্য ( ০)





  • company_logo