ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্র শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের চাঁদাবাজি-বাকি খাওয়ার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল।রোববার(১৮ আগস্ট) সকাল ১০টায় দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর পুনরায় চালু করা হয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়া চালু করার দাবি থাকলেও চালু করা সম্ভব হয়নি। ক্যাফেটেরিয়া বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভুত্থানে নতুন অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খাবারের বিষয়টি প্রাধান্য দিয়ে পবিপ্রবি প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে ক্যাফেটেরিয়াটি চালু করেন।
রেজিস্ট্রার ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ে গতিশীলতা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় ক্যাফেটেরিয়াটি চালু করা। শিক্ষার্থীদের প্রাণের দাবি খাবারের মান বৃদ্ধি ও ক্যাফেটেরিয়া চালু করা। আমরা সেই দাবি কিছুটা হলেও পূরণ করতে পেরেছি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ জিল্লুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
পাবনা প্রতিনিধিঃ চাটমোহরে স্কুলছাত্রীকে হত্যা ম...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় ইন্ট...
মন্তব্য ( ০)