ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য তাগিদ দিয়েছে পারমানবিক শক্তিধর তিন পশ্চিমা দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
তিন দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর আনাদোলুর।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যানোসলর ওলাফ স্কলোজ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইয়ার স্টারমার।
এতে গাজায় যুদ্ধরিবতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন আল থানি, মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাতাহ আল-সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্তে উপনিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে আরো হয়েছে, আর কালক্ষেপণ করবেন না, এমনিতেই অনেক রক্ত ঝরে গেছে। সব পক্ষকে নিয়ে দ্রুত স্থায়ী যুদ্ধরিবতির একটা উপায় বের করুন।
এখনই গাজায় যুদ্ধ বন্ধ করা উচিৎ এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যবস্থা করা দরকার। একইসঙ্গে গাজায় অনাহারি মানুষদের জন্য অবাধে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে দিন।
এতে আরো বলা হয়, গাজার পরিস্থিতি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন, এ যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনি ছাড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ইরান সফররত হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। ইরানের ধারনা এ হত্যাকাণ্ড ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদই করেছে। কারণ এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে মোসাদ।
এর পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। তার একদিন আগে ৩০ জুলাই লেবাননের বৈরুতে হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে।
এ সব ঘটনায় ইসরায়েলকে কঠিন শিক্ষা দেয়ার হুমকি দিয়ে আসছে ইরান। ইরান বলেছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেও ইসরায়েলে হামলা থেকে পিছু হটবে না তেহরান। আর এ কারণেই বেশি চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইরানকে ইসরায়েলে হামলা চালাতে বারণ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১০ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে ওই হুঁশিয়ারি দেন।
এরই মধ্যে পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়য়াভ ক্যালেন্টকে ফোন করে নিশ্চিত করেন, তেলআবিবকে রক্ষায় গাইডেড মিসাইলবাহী একটি সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষায় যা করা দরকার, যুক্তরাষ্ট্র তা সবই করবে বলেও অস্ট্রিন আশ্বস্ত করেছেন।
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে,...
স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে কঠিন লড়াই সামনে। কিন্...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া...
মন্তব্য ( ০)