ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার কারণে স্ক্যামারদের নজর অ্যাপটির দিকে। ফলে নিমেষে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু তা থেকে বাঁচার জন্যও অনেক ফিচার এনেছে সংস্থাটি। হোয়াটসঅ্যাপে আপনার সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে অ্যাপটিতে অনেক ধরণের ফিচার রয়েছে, তা ব্যবহার করতে পারেন।
স্ক্রিন শেয়ার: হোয়াটসঅ্যাপ ২০২৩ সালে অ্যাপে স্ক্রিন শেয়ার ফিচার এনেছে। ভিডিও কলের সময় অন্য লোকেদের সঙ্গে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই ফিচারের সুবিধা হল এর সাহায্যে আপনি কলে গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করতে পারবেন। এর জন্য আপনার আলাদা মিটিং করার দরকার নেই। এমনটা এতদিন অন্য সব ভিডিও কলিং অ্যাপসগুলোতে হতো। কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপ সেই ফিচার নিয়ে এসেছে।
শর্ট ভিডিও মেসেজ: এই ফিচারের সাহায্যে আপনি আপনার বন্ধুদের ছোট ৬০ সেকেন্ডের ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচারটি চালু করতে, আপনাকে প্রথমে অ্যাপের সেটিংসে যেতে হবে এবং চ্যাটে ক্লিক করতে হবে। শর্ট ভিডিও মেসেজ ফিচারটি চালু করার পরে, আপনি ভিডিওর মাধ্যমে যে কোনও মেসেজের উত্তর দিতে পারবেন। আর তা ভয়েস মেসেজের জায়গাতেই পাবেন।
হোয়াটসঅ্যাপ চ্যাট লক করুন: হোয়াটসঅ্যাপে, অ্যাপ লক করার পাশাপাশি, আপনি এখন চ্যাটগুলোও লক করতে পারেন। এর সাহায্যে কেউ আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না। কেউ অ্যাপের পাসওয়ার্ড জানলেও সে আপনার ব্যক্তিগত চ্যাট দেখতে পাবে না।
চ্যাট ব্যাকআপ: এখন চ্যাট ব্যাকআপ আপনার গুগল অ্যাকাউন্ট স্টোরেজে থাকে। আপনার গুগল অ্যাকাউন্টে যদি কম স্টোরেজ খালি থাকে, তাহলে আপনাকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। আর যদি তা না নেন, তাহলে পুরনো ডেটা মুছে ফেলতে হবে। চ্যাট ব্যাক আপ করার সময়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রাখুন। এটি আপনার ডেটা নিরাপদ রাখবে।
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
মন্তব্য ( ০)