ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ সদ্য মুক্তি পাওয়া ‘মির্জাপুর ৩’ সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন ভাল, আবার কেউ বলছেন আগের সিজনের চেয়ে ভাল করতে পারেনি। কিন্তু সব মিলিয়ে সিরিজের তিন নম্বর কিস্তির পর আগ্রহ জন্মায় চতুর্থ কিস্তি দেখার। তাইতো দর্শকদের হতাশ করতে চাননি সিরিজের পরিচালক আনন্দ আইয়ার। শোনা যাচ্ছে, ‘মির্জাপুর ৪’ এর জন্য পুরোপুরি প্রস্তত রয়েছে আনন্দের টিম।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে ‘মির্জাপুর ৪’। সিরিজটি নিয়ে কিছু তথ্য ফাঁস করে পরিচালক আনন্দ বলেছেন, ‘আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে আসতে পারে ‘মির্জাপুর ৪’।’
পরিচালক আরও বলেন, ‘মির্জাপুর ৩ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যারা সমালোচনা করছেন, তাদের বলে রাখা ভাল, ‘মির্জাপুর ৩’ আসলে ‘মির্জাপুর ৪’ এর প্রস্তুতি। নতুন সিজন আরও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আর বিশেষ করে নতুন সিজনে বেশি গুরুত্ব দেওয়া হবে মহিলা চরিত্রগুলোকে।’
এর আগে গত ৫ জুলাই মুক্তি পায় ‘মির্জাপুর ৩’ সিরিজ। এতে অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে।মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নতুন সিজন এবার কতটা বাজিমাৎ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে রা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ...
নওগাঁ প্রতিনিধি: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করা...
মন্তব্য ( ০)