ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রায়ই আলোচনায় থাকেন। আবারও তিনি সংবাদের শিরোনামে চলে এলেন। জাহ্নবী কাপুর ফটো সাংবাদিকদের কাছে বেশ পছন্দের, এর কারণ হচ্ছে তার আবেদনমীয় ছবি। তাই এ অভিনেত্রী যেখানে যান, সেখানেই ছুটে যায় ছবি শিকারীরা। জাহ্নবীও বেশ পছন্দ করেন ছবি শিকারীদের।
শুধু তা-ই নয়, তাদের সঙ্গে সম্পর্কও বেশ ভালো জাহ্নবীর। তবে এবার জাহ্নবীর কড়া নির্দেশ দিয়েছেন ছবি শিকারীদের। তার ছবি তুললেও, নিতম্বের ছবি তোলা যাবে না! কোনোভাবেই তার পশ্চাৎদেশের ছবি তোলাতেও বারণ রয়েছে। জাহ্নবী সম্প্রতি এমনই নির্দেশনা দিয়েছেন।
বর্তমানে জাহ্নবী তার ‘উলঝ’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন। এ প্রচারণার সময়ই ছবি শিকারীরা, তার নিতম্বের ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। সেই সময় কড়া ভাষায় জাহ্নবী বলেন, ‘কোনোভাবেই আমার পশ্চাৎদেশের ছবি তোলা যাবে না! আমি এসব একদম পছন্দ করি না।
আগামী ২ আগস্ট মুক্তি পাবে জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘উলঝ’। সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত থাকার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু অসুস্থতার কারণে তিন দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ বিষয়ে জানিয়েছেন জাহ্নবী।
এদিকে একটি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জাহ্নবী অসুস্থতার জন্যে জাহ্নবী কাপুর তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনিই এ বিষয়টি জানিয়েছেন। তার বাবা বনি কাপুর জানান, ‘২০ জুলাই, শনিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী।
অনেকটাই সুস্থ এখন আগের তুলনায়। তবে পরিবারের সকলে ওর খুব যত্ন নিচ্ছে। খুশি তো আছেই। বন্ধু শিখর পাহাড়িয়াও রয়েছেন সর্বক্ষণ পাশে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হ...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নব নিযুক্ত এসপি ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্...
মন্তব্য ( ০)