ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে একটি জোটসহ দুটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিএনপি নেতারা।
বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, যুগপৎ আন্দোলনকে আরও জোরদার করতে কী করণীয় তা নিয়ে আলোচনা করতে আমরা আমাদের শরিক জোট ও দলের সঙ্গে বৈঠক করেছি।
তিনি বলেন, আমাদের যুগপৎ এই আন্দোলনের আরও দল ও জোট রয়েছে। তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করবো।
এদিন বিকেল ৪টায় প্রথম বৈঠক হয় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে তার দলের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা, জহুরা খাতুন জুঁই ও যুগ্ম মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম অংশ নেন।
এরপর সন্ধ্যায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে জাগপার খন্দকার লুৎফুর রহমান, এসএম শাহাদাত হোসেন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম এবং এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
এলডিপির বৈঠকে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ও বিল্লাল হোসেন মিয়াজী।
এসব বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) প্রথম দিনে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’, ‘এনডিএ’, ‘গণফোরাম’ এবং ‘বাংলাদেশ পিপলস পার্টির বৈঠকে করে বিএনপি।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)