ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের ২০২৪-২০২৬ মেয়াদে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা বুধবার (১১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল।
পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম, থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আঃ মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, পাবনা জেলা পরিষদ সদস্য মো. সাইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার।
যুব উন্নয়ন কর্মকর্তা মো. আঃ হালিম, পিআইও এস এম শামীম এহসান, চাটমোহর টেকনিক্যাল এ- বিএমআই এর অধ্যক্ষ মো. আঃ রহিম কালু, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, ডিএ জয়েন উদ্দিন স্কুলের অধ্যক্ষ সৌমিত্র কর্মকার সিল্টু, পৌরসভার কাউন্সিলর মোঃ. মাহাতাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভার আগে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, ইকবাল কবীর রঞ্জু, মো. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশন সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক বর্তমান সভাপতি ও সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)