• তথ্য ও প্রযুক্তি

যেভাবে হোয়াটসঅ্যাপে মেটা এআই দিয়ে আকর্ষণীয় ছবি বানাবেন

  • তথ্য ও প্রযুক্তি
  • ১০ জুলাই, ২০২৪ ১২:৫৭:৫২

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এখন হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ইচ্ছামতো ছবিও বানাতে পারবেন।

হোয়াটসঅ্যাপে দারুণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে মেটা। নাম মেটা এআই চ্যাটবট। ফিচারটি বেশ মজাদার হতে পারে হোয়াটসঅ্যাপে। সেখানে মনের মতো এআই ছবিও বানাতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারী কিছু প্রশ্ন করলে, ছবিতে তার উত্তর দেবে এই চ্যাটবট।

এই চ্যাটে ছবির আদান-প্রদান করা যাবে। এখানে ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।

মেটা এআই দিয়ে আকর্ষণীয় ছবি বানাবেন যেভাবে-

>> হোয়াটসঅ্যাপ খুললে একটি গোল রিং আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
>> তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে মেটা এআই চ্যাটবট চালু করুন।
>> এবার এখানে ‘ইমাজিন মি’ টাইপ করে এআই ছবি তৈরি করতে পারবেন।
>> আবার যে ধরনের ছবি বানাতে চান তার প্রম্পট লিখলেও এআই ছবি তৈরি হয়ে যাবে।
>> সেই ছবি ডাউনলোড করা যাবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে।
>> ব্যবহারকারী চাইলে সেই চ্যাট ডিলিটও করে দিতে পারেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo