• আন্তর্জাতিক
  • লিড নিউজ

আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৫ জুলাই, ২০২৪ ১৫:০৭:২৭

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মৌরিতানিয়ায় আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডরা।

পাঁচ বছর বয়সী একটি মেয়েসহ নয়জনকে উদ্ধার করা হয়েছে, তবে আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছে।

জীবিতরা বলছেন, মাছ ধরার নৌকাটি গত সপ্তাহে সেনেগালিজ-গাম্বিয়ান সীমান্ত এলাকা থেকে ১৭০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। এটি মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ধসে পড়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য মৌরিতানিয়া একটি মূল ট্রানজিট পয়েন্ট। গত বছর সেই দেশ থেকে হাজার হাজার নৌকা চলে গেছে।

বিপজ্জনক পথে সবচেয়ে সাধারণ গন্তব্য হল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।

স্প্যানিশ সরকার বলেছে, গত বছর প্রায় ৪০ হাজার লোক সেখানে পৌঁছেছিল। আগের বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ।

ইউরোপে যেতে মরিয়া অভিবাসীরা প্রায়ই অতিবোঝাই নৌকায় ভ্রমণ করে। দাতব্য সংস্থা কা-মিনানডো ফন্টেরার্সের অনুমান, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৫০০০ এরও বেশি অভিবাসী মারা গিয়েছিল।

এপ্রিল মাসে ইইউ মৌরিতানিয়াকে ২১০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে, যার প্রায় ৬০ মিলিয়ন ইউরোপে অনথিভুক্ত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিনিয়োগ করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo