ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি পথচারীদের চাপা দিয়েছে। এতে অন্তত নয়জনের প্রাণ গেছে।
পুলিশ এমনটি জানায়।
পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি তার গাড়িটি যানবাহন থামার স্থানে অপেক্ষারত পথচারীদের ওপর চালিয়ে দেন।
অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।
সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় সাধারণ শহুরে রাস্তায় গাড়ি চালানোর গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এ সীমা ৩০ কিলোমিটার।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)