• বিনোদন

সাঁতার কাটতে মানুষের কী পরে যাওয়া উচিত: স্বস্তিকা

  • বিনোদন
  • ২৮ জুন, ২০২৪ ১১:২৭:২৯

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা স্বভাবের এই নায়িকার কোনো কথাই মুখে আটকায় না। অভিনেত্রী একদিকে যেমন নিজের বক্তব্যের কারণে বিরাট আলোচনায় থাকেন, অন্যদিকে নিজের পোশাকের কারণেও তিনি মাঝেমধ্যেই কটাক্ষ শোনেন।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি সুইমিং স্যুট পরা ছবি পোস্ট করেছিলেন। বার এ বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘ভালো মায়েরা হাতকাটা ব্লাউজ পরে না। সুইমিং কস্টিউম পরে না। জানি না আমি কী করে তারা। নাইটির উপর দুপাট্টা বা গামছা তো ভালো মায়েদের সুইমিং কস্টিউম ডেফিনিটলি হতে পারে না। সমাজে যে কোনটা শালীন আর কোন অশালীন সেটা যে যার যখন যেমন ইচ্ছে হচ্ছে তখন তেমন ভাবে ঠিক করছে।’ 

এ অভিনেত্রী বলেন, ‘আমার সুইমিং কস্টিউম পরা পোস্ট নিয়ে যা হল। ভালো লাগছে, থাই মোটা, বডি শেমিং হচ্ছে সেসব ছেড়ে দাও। ওসব নিয়ে কথা বলছিই না। খালি মনে হল সাঁতার কাটতে মানুষের কী পরে যাওয়া উচিত?’। ভালো মায়েদের চুল বড় হবে, চুল কাটতে পারবে না। ভালো মায়েরা সিগারেট খায় না। মদ খায় না।’

মন্তব্য ( ০)





  • company_logo