• সমগ্র বাংলা

থেরাপি নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্যারালাইসিস রোগীর

  • সমগ্র বাংলা
  • ২৭ জুন, ২০২৪ ১৮:১৮:৫০

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় পক্ষঘাতে আক্রান্ত এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চলন্ত ট্রাকের চাকা বাষ্ট হয়ে সিএনজিকে ধাক্কা দিলে হতাহতের ওই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মুক্তার (৪০) হাকিমপুর পৌর শহরের চারমাথা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরশহরের হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের বেগমপুর মোড়ে চলন্ত ট্রাকের চাকা বাষ্ট হয়ে বিপরীতমুখী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা মিজানুর রহমান মুক্তার ছাড়াও একই পরিবারের তিন আরোহিসহ চালক আহত হয়েছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মিজানুর রহমান মুক্তারকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

আহতরা হলেন, রংপুর পীরগঞ্জ এলাকার অন্তরামপুর এলাকার বাহাদার মিনজির ছেলে পলাশ মিনজি, পলাশ মিনজির স্ত্রী জয়ন্তি রানি (৩৫) এবং মেয়ে অদ্বিতী রানি (২০)।

বিরামপুর থানার উপ পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, নবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে হিলির মাঝনার দিকে যাবার সময় বেগমপুর মোড়ে বিপরিত দিক থেকে আসা ট্রাকের চাকা বাষ্ট হয়ে সিএনজিটিকে মুখোমুখি ধাক্কায় দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সরকার। আইনি ব্যবস্হা গ্রহন করছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo