• সমগ্র বাংলা

ট্রেনের ধাক্কায় প্রান হারাল লায়লা

  • সমগ্র বাংলা
  • ২৭ জুন, ২০২৪ ১৪:৫৬:৩৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ ট্রেনের ধাক্কায় প্রান হারিয়েছেন লায়লা বেগম নামের এক মহিলা। জানা যায়, চন্দনাইশ থেকে মেয়ের বাড়ীতে বেড়াতে এসে আজ ২৭ জুন ভোর ৫ টায় পটিয়া গোবিন্দারখীল বাহুলী এলাকায় রেল লাইন ধরে লায়লা হাটতে ছিল। এসময় ঢাকা থেকে ককসবাজারগামী আন্তনগর ট্রেনের ধাক্কায় ঘঠনাস্থলে প্রান হারায় লায়লা বেগম(৭৫) পটিয়া রেল ষ্ঠেশন মাষ্টার নিজাম উদ্দিন বলেন, এ নারী চন্দনাইশ উপজেলার পুর্ব জোয়ারা নিবাসী মৃত জরি আহমদের স্ত্রী।

লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান জি আর পি পুলিশ। 

মন্তব্য ( ০)





  • company_logo