• সমগ্র বাংলা

মান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

  • সমগ্র বাংলা
  • ২৬ জুন, ২০২৪ ১২:৫৯:১৭

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক এক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা), উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পিকেএসএফ- এর ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন এলাকার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পটি উপজেলার ৮টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খড়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। খড়ার প্রকোপ মোকাবেলায় ভ’পরিস্থ ও ভ’গর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা এবং খড়া সহনশীল ফসলের চাষ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা যায় এমন বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo