ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় ভ্যানচালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত তিনজন। মঙ্গলবার (২৫ জুন) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপিনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার ছাতুয়া গ্রামের মৃত.মোফাজ্জল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (৫৫) ও বিছনা গ্রামের মৃত. আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেওয়া (৭৫) নিহত হয়েছেন।
পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল ঘটনার বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন বিকেলে মাহিন্দ্রা ট্রাক্টর ও ব্যাটারি চালিত ভ্যানে সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ-নবাবগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোপিনাথপুরে ব্যাটারিচালিত ভ্যানের পিছন থেকে চাপা দেয় একটি মাহিন্দ্র ট্রাক্টর।
এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক আব্দুর রহমান নিহত হন।আহতাবস্থায় ফাতেমা বেগম ও অপর তিনজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগমের মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,মাহিন্দ্র ট্রাক্টরটিকে পুলিশ আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)