ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা ট্রেনের অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নাম্বার রেকের ওয়াশশিটে নেয়ার সময় এসি ৭১১৫ নাম্বারের সেই বগিটি দূর্ঘটনার কবলে পড়ে একই সময় সেই বগি রেক থেকে নেমে গেলে চারটি চাকা মাটিতে পড়ে গিয়ে পাশে থাকা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি'র একটি সীমানা প্রাচীরের অংশ ভেঙ্গে গেছে।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭১১৫ নাম্বারের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেক্ট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নাম্বার রেকে নেয়া হচ্ছিল। এসময় পেছনে বেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোন ক্ষয়-ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসি'র সীমানা প্রাচীরের একটি অংশ কিছুটা থাক্কায় ভেঙ্গে যায়। এ ঘটার পরেও আমাদের স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকল ট্রেন সঠিক সময় স্টেশন থেকে ছেড়ে যাবে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)