ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ফিতরের চেয়ে কিছুটা কম হলেও দিনাজপুরের গোর এ শহীদ ঈদগা মাঠে এবার তিন লক্ষাধিক মুসল্লী এক সাথে ঈদুল আযহার নামাজ আদায় করবেন বলে আশা করছেন আয়োজনকরা। এজন্য নিছিদ্র নিরাপত্তার পাশাপাশি নামাজিদে যাতায়াতের সুবিধার্থে চলাচল করবে ২ টি স্প্রেশাল ট্রেন।
আজ ১৫ জুন শনিবার মাঠের প্রস্তুতি পরিদর্শনে এসে গনমাধ্যম কর্মীদের কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালসহ অন্যান্যরা।
এদিকে ২৩ একরের বিশাল ঈদগা মাঠে নামাজির কাতারের জন্য মাঠে লাইন টানা, মাঠের তিন দিকে তরন নির্মান, নিরাপত্তা তদারকির জন্য একাধিক ওয়াচ টাওয়ার তৈরির কাজ শেষ পর্য্যায়ে রয়েছে।সৃদৃশ্য বিশাল ঈদগা মিনারে ধুয়ে মুছে দেওয়া হচ্ছে রঙ্গের প্রলেপ। পাশাপাশি পানীয় জলের জন্য বৈদ্যুতিক পাম্প বসানো ছাড়াও প্রয়প্রানালীর জন্য অস্হায়ী টয়লেট মেডিকেল ক্যাম্প৷ পুলিশে কন্ট্রোল রুমের কাজও শেষ পর্য্যায়ে রয়েছে।
হুইপ ইকবালুর রহিম বলেন, গেল ঈদুল ফিতরে এক সাথে ৫ লক্ষাধিক মুসল্লী ঈদের নামাজ আদায় করেছিল। এবার পশু কোরবানীর কারনে নামাজীর সংখ্যা কিছুটা কম হলেো বিপুল সংখ্যক মুসল্লী নামাজে অংশ গ্রহন করবে। মাঠে বিপুল সংখ্যাক মুসল্লীর ঈদ নামাজ আদায়ের অংশ গ্রহনে যাতায়াতের সুবিধার্থে প্রধান মন্ত্রী ২ টি স্প্রেশাল ট্রেন বরাদ্ধ দিয়েছেন। দুইটি ট্রেনের মধ্যে একটি পাবর্তীপুর থেকে অন্যটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর ষ্ট্রেশন পর্যন্ত নামাজিদের নিয়ে আসবে আবার পৌছে দিতে চলাচল করবে।
মুসল্লিদের নামাজের সুবিধার্থে ঈদগা মাঠে ওজুখানা, প্রয়প্রনালী, যানবাহন পার্কিং এর সুষ্ঠু ব্যবস্হা রাখা হয়েছে। মুসল্লীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে।
সব মিলিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে বৃহৎ জামায়াতে মুসল্লীরা নামাজ আদায় করবে বলে আশা করছেন আয়োজকরা।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)