• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৩ জুন, ২০২৪ ১৫:০৪:০৯

প্রতীকী ছবি

 

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে আজ বৃহস্পতিবার পৃথক স্হানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। 

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাইহাট সড়কে ট্রাক চাপায় অটো বাইকের চালকসহ একজন নারী আরোহি দুর্ঘটনা স্থলে নিহত হয়েছে।

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, নিহত দুজনের মধ্যে অটো আরোহি জাহানারা বেগম (৫০) পাবর্তীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রামানিকের স্ত্রী। অটো চালক নজরুল ( ৪৮) ফুলবাড়ী উপজেলার সুজালপুরের মৃত্যু খাজের উদ্দিন মন্ডলের ছেলে। এসময় অটো বাইকের আরো দুই আরোহি আবুল কাশেম এবং তার স্ত্রী জাহানার বেগমকে গুরুত্বর অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্হলে চালক এবং হেলপারসহ ঘাতক ট্রাক আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্হানীয়রা। ট্রাক চালকের শাস্তি হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপুরনের দাবিতে সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘন্টা দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের দুর্ঘটনাস্হল বারাইহাট এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এতে আটকা পড়ে  বাস পন্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে পৌছে আন্দোলনকারিদের দাবি পুরনের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। প্রায় আড়াই ঘন্টা পর স্বাভাবিকতায় ফিরে যানবাহন চলাচল। 

 এদিকে একই মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় গরু বহনকারি নছিমনের ধাক্কায় অটোভ্যান আরোহি যাত্রী আলতাব হোসেন দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ আরোহি।

আলতাব হোসেন (৪৫) হাকিমপুর উপজেলার ষষ্টিপুর গ্রামের রহমান আলীর ছেলে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান,  দুর্ঘটনায় রিক্সাভ্যানটি ভেঙ্গে চিরমার হয়ে গেছে। গরুবাহী নছিমন আটক করেছেন তারা।

এর আগে সকালে বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় বিপরীতমুখী বাসের সাথে ধাক্কায় ইঞ্জির কেবিন আটক পড়া ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে বীরগঞ্জের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমান জানান, আহত ট্রাক চালকের অবস্থা আশংকাজনক।    

মন্তব্য ( ০)





  • company_logo