• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা
  • ১৩ জুন, ২০২৪ ১৩:১৪:৩০

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু। 

এ সময় উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, ভূমি অফিসের কানুনগো মো. আবুল বাশার, উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন 

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ ভূমি করদাতা হিসেবে ব্যক্তি পর্যায়ে একজনকে, একটি প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ কর আদায়কারী হিসেবে উপজেলার জাঙ্গালিয়া ভূমি অফিস উপ-সহকারী কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo