রংপুর প্রতিনিধিঃ রংপুর-জলঢাকা আঞ্চলিক মহাসড়কের গঞ্জিপুর এলাকায় সিএনজি ও বাসের সংঘষে নীলফামারীর কিশোরগঞ্জ কলেজের প্রভাষকসহ সিএনজি চালক নিহত।এঘটনায় আহত ৩জন।স্থানীয় লোকজন ও পুলিশ-ফায়ার সার্ভিস জানিয়েছেন জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী পরিম পরিবহন নামের বাসটির সাথে রংপুর থেকে ছেড়ে যা্ওয়া কিশোরগঞ্জ গামী সিএনজির সংঘষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে একজন মেডিকেলে নেওয়ার পথে দিবা সরকার নামে এক প্রভাষক নিহত হয়।তবে সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় বাসটির মালিক ও হেলপার চালকের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন পুলিশ। শনিবার সকাল ১১ টায় গংগাচড়া উপজেলার গঞ্জিপুর ভিন্ন জগৎ সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী পরিম পরিবহনের বাসে করে প্রায় ৩০ থেকে ৪০ যাত্রী নিয়ে রংপুর দিকে আসছিলেন।
ইতিমধ্যেই রংপুরের পাগলাপীরে গঞ্জিপুর নামক স্থানে সিএনজির সাথে সংঘষের ঘটনা ঘটে।ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হয়েছে।তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা করছেন।নিহতরা হলেন-কিশোরগঞ্জের উপজেলার দিবা সরকার ও সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
স্থানীয় সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান রংপুর-জলঢাকা আঞ্চলিক মহাসড়কের গঞ্জিপুর সড়কটি সরু রাস্তার কারণে প্রতিদিনই দুঘটনা ঘটছে।আবার বেপরোয়াভাবে বাস চলাচল করছে এ কারণেই প্রতিনিয়তই এই এলাকায় দুর্ঘটনায় মানুষের প্রাণ হারাতে হচ্ছে। নিহতের পরিবারা জানান প্রতিদিনের মতো কিশোরগঞ্জ সরকারী কলেজে সিএনজি করে যান তার বোন।কিন্তু আজ সকালে গঞ্জিপুর নামকস্থানে বাসের সাথে সংঘষে মারা যান।
কিশোরগঞ্জ সরকারী কলেজের ভাইস প্রিন্সীপল শরিফুল ইসলাম জানান প্রতিদিন কলেজে আসেন দিবা সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসি।তিনি অনেক ভালো শিক্ষক ছিলেন।তার মৃত্যু আমরা গভীর ভাবে শোকাহত। রংপুর তারাগঞ্জ থানা হাই্ওয়ের অফিসার ইনচাজ শরিফুল ইসলাম জানান,গঞ্জিপুর সড়কে বাস-সিএনজির সংঘষে এঘটনাস্থলে একজন নিহত।আর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ দুঘটনাটি তদন্ত করছেন।
বাসটির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করা হবে।তবে কিশোরগঞ্জ সরকারী কলেজর প্রভাষক দিবা সরকার নিহতের ঘটনা ঘটেছে। রংপুরের গংগাচড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কমকতা মমতাজুল ইসলাম জানান,দুই ইউনিট প্রায় এক ঘন্টা উদ্ধার কাজ চালিয়েছে।
এঘটনাস্থালে একজন নিহত আর প্রায় ৪জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে দুইজন নিহত হয়েছে বলে জানান গেছে। এর মধ্যে একজনের নিহত পরিচয় পা্ওয়া যায়নি। প্রতিদিনের ঘটছে বাস দুর্ঘটনা।সড়কে ঝরছে তাজা প্রাণ।এই গঞ্জিপুর এলাকায় কয়েক মাস আগেই একই স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন নিহত হয়েছিল। আবার আজ এইক স্থানে একনারীসহ দুই জন নিহত হয়েছে।
মন্তব্য ( ০)