• সমগ্র বাংলা

প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের বিভাগীয় সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • সমগ্র বাংলা
  • ০৭ জুন, ২০২৪ ১৯:০২:৪৫

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ মুমূর্ষুদের বাঁচাতে প্রাণ, আসুন করি রক্তদান এই প্রতি প্রাদ্যকে সামনে রেখে  গৌরব ঐতিহ্য ও সাফল্যের ১৬তম বর্ষে গাইবান্ধা জেলা আয়োজিত রংপুর বিভাগীয় ২য় সন্মেলন অন্বেষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ জুন) সকাল ১১ টায় গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষণ কেন্দ্র এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন  রংপুর বিভাগীয় সভাপতি  উম্মে হাবিবা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুর জামান রিংকু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা।এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংগঠনটির শপথ বাক্যে পাঠের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন জনাব ড.এ এম খালেদ, ডেপুটি, কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আমিনুর জামান রিংকু বলেন,এক সময় সমাজে মানুষের সচেতনতা না থাকার কারণে ও কুসংস্কারের ফলে রক্ত দিতে চায়নি। কিন্তু ব্লাড নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সেই সকল কুসংস্কার দূর করতে সক্ষম হয়েছে। সেই সাথে 

সুবিধাবঞ্চিত অসুস্থ  মানুষের পাশে   রক্তদিয়ে সহযোগিতা করে আসা প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশনের মতো সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান করেন।এছাড়াও উপস্থিতি ছিলেন আল সাজিদুল ইসলাম দুলাল, প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ,মোঃ হামিদুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধা সদর,এ, কে, এম, সালাহ উদ্দিন(কাশেম), সভাপতি, গাইবান্ধা নারী ও শিশু কল্যান সংস্থা।

মন্তব্য ( ০)





  • company_logo