• আন্তর্জাতিক
  • লিড নিউজ

পশ্চিমা দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৭ জুন, ২০২৪ ১৩:২৪:৩৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে দূরপাল্লার পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার অনুমতি দেওয়ায় ক্ষোভ ঝেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশের কাছাকাছি প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন তিনি। বুধবার এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এ সময় তিনি আরও বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না– এমন ধারণা ভুল। খবর রয়টার্সের। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছিলেন পুতিন। তখন তিনি বলেছিলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না– পশ্চিমাদের এই ধারণাটি ভুল। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না মস্কো।

রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। বৈঠকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মধ্যে পার্থক্যের কথা বলছিলেন পুতিন। তবে কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে আরও শক্তিশালী অস্ত্র দিয়ে হামলা করার অনুমতির বিষয়টি পশ্চিমকে রাশিয়ার সঙ্গে একটি ব্যাপক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo