• বিনোদন

বাংলাদেশের ছয় মডেল যখন হীরামন্ডি লুকে

  • বিনোদন
  • ৩০ মে, ২০২৪ ১৮:২২:৪৭

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্ক: হালের আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’। কিছুদিন আগে নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পেয়েছে। যেটি পরিচালনা করেছেন ভারতের নন্দিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। এ সিরিজে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় সব তারকা। বাংলাদেশের ছয় জন মডেল ও অভিনেত্রীকে তাদের সাজে সাজিয়েছেন মেকআপ আর্টিস্ট ফারজানা রিমা। ইতোমধ্যে ‘ডিওসা মেকওভার বাই ফারজানা রিমা’ ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে কনটেন্টটির টিজার। পরবর্তীতে প্রতিটি চরিত্রের ভিডিও প্রকাশ পাবে। 

ফারজানা রিমা বলেন, ‘হীরামন্ডি’ দেখার পর মনে হচ্ছিলো বাংলাদেশেও এমন কিছু করা যায় কিনা। পরবর্তীতে জারিন তাসনিমের একটি ফটোশুট করার সময় সেও বিষয়টিতে সায় দেয়। তারপর ছয়জন আর্টিস্টকে ছয়টি চরিত্রে ভেবে লুক ঠিক করি। আমি সাদা রঙ বেছে নিয়েছি কাজের ভিন্নতা আনার জন্য।

রিমা যোগ করেন, আসমা পাঠান রুম্পা হয়েছেন মল্লিকাজান, জারিন তাসনিম হয়েছেন ফারিদান, নাদিয়া হক রূপদান করেছেন ওয়াহিদা, জেবা টাকিয়া রূপদান করেছেন লাজ্জো, প্রিয়াঙ্কা হক হয়েছেন আলমজেব ও সিফাত নুসরাত হয়েছেন বিব্বোজান। সবাই যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি যেভাবে তাদের দেখতে চেয়েছি তারা সেভাবেই নিজেদের মেলে ধরেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। ফটোশুট করেছেন রাহুল রায় মিশুক। সবাই পরেছেন আনজারার পোশাক। জুয়েলারি স্পন্সর করেছে এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান।
মনীষা কৈরালা রূপদান করেন মল্লিকাজান চরিত্রে। এ চরিত্রে দেখা গেছে আসমা পাঠান রুম্পাকে। তিনি বলেন, রিমা বেশ যত্ন নিয়ে কাজটি করেছে। যেভাবে পর্দায় মল্লিকাজানকে দেখেছি, সেভাবেই তাকে তুলে ধরার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের বেশ সাড়া পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওক্লিপ শেয়ার করছে। দর্শকের প্রতিক্রিয়ায় মনে হচ্ছে কষ্ট সার্থক।
বানসালির ওয়েব সিরিজে মনীষা বাদে আরও অভিনয় করেন সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সানজিদা শেখ। 

উল্লেখ্য, ফারজানা রিমা ধারাবাহিকভাবে কনটেন্টটি প্রকাশ করছেন। শুরুতে এসেছে ছয়টি লুকের কোলাজ ছবি। এরপর একটি গ্রুপ ছবি প্রকাশ করেন তিনি। তারপর প্রকাশ পায় ভিডিও।

মন্তব্য ( ০)





  • company_logo