ছবিঃ সংগৃহীত
গোপালপুর প্রতিনিধিঃ দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরে, একমাত্র কন্যা ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৪)কে ঘুমের ঔষধ প্রয়োগ ও বালিশ চাপায় হত্যার পর ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের পুত্র মাসরুল হোসাইন (৩৫) ও মীরা আফরোজ সাথী(৩০) দম্পতি আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন পুলিশ।জানা যায়, সোমবার ভোররাতে সন্তানের মৃত্যু নিশ্চিতের পর।
স্বামী-স্ত্রী ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পুলক কান্তি সাহা জানান স্বামী-স্ত্রী উভয়কেই ২৪ঘন্টার আশংকামুক্ত বলা যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে, এখন কিছুটা সুস্থ। জাপান টোব্যাকোর সেলস এন্ড মার্কেটিং পদে ময়মনসিংহে চাকরিরত মাসরুল পরিবার নিয়ে উত্তর গোপালপুর হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযুক্ত মাসরুল হোসাইন বলেন, মাস খানেক আগে ময়মনসিংহে কোম্পানির ২লাখ ২০হাজার টাকা আমার থেকে ছিনতাই হয়। পরে চাকরি চলে যায় এবং কোম্পানি টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ান্তর না পেয়ে রোববার বিভিন্ন ফার্মেসী থেকে ১২০টি ঘুমের ওষুধ ও কীটনাশক কিনে আনি। মধ্যে রাতের পর একমাত্র কন্যাকে ১২টি ঘুমের ঔষধ প্রয়োগ এবং বালিশ চাপায় মৃত্যু নিশ্চিতের পর।
আমরা (স্বামী-স্ত্রী) ভোররাতে ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করি। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে বলেন, হতাশাগ্রস্থ বাবা-মা কর্তৃক সন্তানকে খুন করার অপরাধে ও বাবা-মা'র আত্মহত্যা চেষ্টার দায়ে নিয়মিত মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)