• আন্তর্জাতিক
  • লিড নিউজ

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৬৭০

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৬ মে, ২০২৪ ১৭:৫৯:০৪

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিকটবর্তী ও প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত ৬৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া গ্রামের অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাপুয়া নিউগিনিতে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান অ্যাকটোপ্রাক বলেন, শুক্রবারের ভূমিধসে পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের একটি গ্রামের ১৫০টিরও বেশি ঘর মাটির নিচে চাপা পড়েছে। এতে ৬৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেরহান অ্যাকটোপ্রাক বলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ এবং এখনও ভূমিধস ঘটছে। পানি প্রবাহিত হওয়ায় সেখানকার প্রত্যেকের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

কর্দমাক্ত পাহাড়ি মাটিতে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। এছাড়া এই এলাকার সাথে যোগাযোগের প্রধান সড়কটির প্রায় ২০০ মিটার ধসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজের জন্য কোদাল ব্যবহার করছে। দেশটির সেনাসদস্যরাও উদ্ধার কাজে এগিয়ে এসেছে। দুর্ঘটনাস্থলটি দেশটির রাজধানী পোর্ট মোর্সবে থেকে ৬০০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিধসে কোনো কোনো স্থানে ২৬ ফুট পর্যন্ত কাদার স্তর জমা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo