ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : তৃতীয় ধাপে জামালপুরের মেলান্দহে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা বিধান, ভোট গ্রহনকারী সকল কর্মকর্তা এবং পর্যবেক্ষকদের সাথে সমন্বয় রেখে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)