প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপকে পেছন থেকে ড্রাম ট্রাক ধাক্কা দিলে পিকআপ উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী নির্মাণ শ্রমিকসহ ১২ জন আহত হয়েছে।
শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪ টায় শ্রীপুর পৌরসভার মধ্য ভাংনাহাটি (হযরত আলী মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার ডুলোরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) এবং একই থানার ভুলোরা গ্রামের আমীর হোসেনের ছেলে আবু সুফিয়ান (২৭)।
এ ঘটনায় আহতরা হলেন কিশোরগঞ্জের চর শোলাকিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), নেত্রকোনার শাহাব উদ্দিনের স্ত্রী পারভীন (৪২), সুনামগঞ্জের শাল্লা উপজেলার সামারচর গ্রামের শাহজাহানের ছেলে আলমগীর হোসেন (১৬), শুক্কুর মাহমুদের ছেলে আবু হানিফ (২০), একই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সূর্য্য (২৮), আব্দুল গণি মিয়ার ছেলে আমীর মিয়া (৫০), একই উপজেলার বজেন্দ্রগঞ্জ গ্রামের ধনাই মিয়ার ছেলে লাল মিয়া (৪০), দিরাই উপজেলার আব্দুর রশীদের ছেলে নূর ইসলাম (২০), একই উপজেলার নেয়াগাঁও গ্রামের সমর আলীর স্ত্রী আম্বিয়া (৩০), গড়িয়া গ্রামের আইনুদ্দিনের ছেলে ওহাব উদ্দিন (৩০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মহসীন (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার ডুলোরা গ্রামের ফজলুল হকের ছেলে এরশাদ (২৫), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (২০)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জনের নির্মাণ শ্রমিক উপজেলার গোসিংগা এলাকা থেকে কাজ শেষে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন। শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি (হযরত আলী মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা) সংলগ্ন স্থানে পৌছলে দ্রুত গতির ড্রাম ট্রাক পেছন থেকে পিকআপকে ধাক্কা দিলে সড়কের পাশে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত এবং এক নারী শ্রমিকসহ ১২ জন আহত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সারা ফারুকি জানান, সড়ক দুর্ঘটনায় ১৪ জনকে হাসপাতালে আন হয়। তাদের মধ্যে রাসেল মিয়া ও সুফিয়ানকে মৃত পাওয়া যায়। প্রথামিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত ৩ জনকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল এবং ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে এ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে যায়। আহত ও নিহতের স্বজনদের আবেদনের পেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষন...
মন্তব্য ( ০)