• সমগ্র বাংলা

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

  • সমগ্র বাংলা
  • ১৮ এপ্রিল, ২০২৪ ১৯:১৭:২১

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণি সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজওয়ানুর হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ হাঁড়ি প্রমুখ। পরে প্রদর্শনীতে অংশ নেয়া ৫০টি স্টলের মধ্যে ১২জনকে বিশেষ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo