• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ এপ্রিল, ২০২৪ ২১:১৮:১২

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের  নির্দেশে রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থানকালে ইং ১৭ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন পৌরসভার ০৯নং ওয়ার্ডস্থ বান্দরবান বাস স্টেশন সংলগ্ন গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ হোসেন, পিতা-মৃত মোঃ কবির আহমদ, মাতা-মৃত নূর ফাতেমা ও সেতারা বেগম (২৮), স্বামী-মোঃ হোসেন, পিতা-মৃত মোঃ হাসান, মাতা-মৃত জহুরা বেগম উভয় সাং-খিল্লা পাড়া, দোহাজারী পৌরসভার ০৭নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম (জসিম উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে) দের হেফাজত হতে সর্বমোট ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) গ্রাম ইয়াবার ভাঙ্গা অংশ এবং ০২ (দুই) টি বাটন মোবাইল উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে।

এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করে। 

মন্তব্য ( ০)





  • company_logo