ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষনার কারনে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থল বন্দরে। সচল হবে ১৫ এপ্রিল থেকে। তবে ছুটির মধ্যেও সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্টধারীদের যাতায়াত।
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ওই দুই উৎসবের কারনে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার হিলি স্হল বন্দরে ৬ দিন পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রাখা হবে। ছুটি কাটিয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে আবারো স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরে ছুটির বিষয়টি ভারতীয় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, হিলির বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিমিটেড, হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে অবহিত করেছেন তারা।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত বরাবরের মতই স্বাভাবিক রাখা হবে।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)