• সমগ্র বাংলা

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আগুন

  • সমগ্র বাংলা
  • ৩১ মার্চ, ২০২৪ ১৯:৫৪:৪০

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত আসবাবপত্র ও ময়লার স্তুপে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনের এনে নিভিয়ে ফেলে। এতো কোন হতাহতর ঘটনা ঘটেনি। বরিবার দুপুরে  ৯ তলা হাসপাতালটির নতুন ভবনের ৬ তলার ছাদের কোনায় আগুনের ময়লা আবর্র্জনা থেকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মো: রুবেল শেখ জানান, হাসপাতালে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছু পুরাতন বেডসিট, ফোম, কাগজ, কোটা ও ময়লা আবর্জনার স্তুপ থেকে আগুন লাগে পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় আগুন ছড়াতে পারেনি। কি কারণে আগুনের সুত্রপাত তা তদন্ত করা হচ্ছে। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কোন রোগী বা স্বজন হতহত হয়নি। বাইরের ফেলে রাখা কিছু আসবাবপত্র ও ময়লা আবর্র্জনায় আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনের আনে ও নিভিয়ে ফেলে। 

মন্তব্য ( ০)





  • company_logo