• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আগুনে ১৫ দোকান ‍পুড়ে ছাই

  • সমগ্র বাংলা
  • ২৫ মার্চ, ২০২৪ ২০:৫১:০২

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শিবালয়ে আগুনে ১৫টি ফার্নিচারের দোকান ‍পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে শিবালয়ের আরিচা বন্দর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে।

ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ছোট বড় ১৫টা ফার্নিচারের দোকান, একটি স মিল ও পাশে থাকা একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। শিবালয় ও ঘিওরের ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, ভোর রাতের দিকে আরিচা বন্দর এলাকার কাটপট্টিতে আগুন লাগে এবং দ্রুতই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট এবং পরে ঘিওর থেকে আরও একটি ইউনিট এসে কাজ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্র পাত হতে পারে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো তা বলা যাচ্ছে না। 

মন্তব্য ( ০)





  • company_logo