ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের কালিতলা এলাকায় ৬ ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আটক যুবক সাখাওয়াত হোসেনকে আজ সোমবার আদালতে তুলে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
জানা গেছে, গতকাল রবিবার সকার পৌনে ৯ টার দিকে ১২ বছর বয়সি ওই ছাত্রীকে অনুসরন করে জোর জোবস্তি জাপটে ধরে চুমু দেওয়ার চেস্টা করেছিল ২০ বছর বয়সি ওই যুবক। এব্যাপারে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীর পিতা।
আটক সাখাওয়াত শহরের বালুয়াডাঙ্গা মহল্লার আরিফুল ইসলাম মিন্টুর ছেলে। সে রংপুর শহরের মুন্সিপাড়ার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে।
কোতয়ালী থানা তদন্ত ইন্সপেক্টর এ এফ এম মনিরুজ্জামান মন্ডল মনির জানান, শহরের কালিতলা মহল্লায় একটি বালিকা বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেণির ছাত্রী রবিবার সকাল পৌনে ৯ টার দিকে স্কুল ড্রেস পরা অবস্হায় স্কুল সংলগ্ন চাচাতো বোনের বাড়ীতে যাচ্ছিল। তাকে আগে থেকে পিছু নেওয়া ( অনুসরন করা) যুবক সাখাওয়াত হোসেন স্কুলের গলিত আকস্মিক ভাবে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেস্টা করে। এসময় যুবকের নখের আচড়ে ছাত্রীর গালে ক্ষত দেখা দেয়। তার চিৎকার শুনে যুবকটি পালিয়ে যাচ্ছিল। সিসি টিভিতে ঘটনার ওই দৃশ্য দেখতে পেয়ে তাকে ধাওয়া দিয়ে আটক করে স্হানীয়রা পুলিশে তুলে দেয়। আজ সোমবার তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিসিটিভির ওই ফুটেজ ছড়িয়ে পড়ায় বিষয়টি ভাইরালে পরিনত হয়েছে।
অন্যদিকে পরিবারের দাবি ঘটনায় অভিযুক্ত যুবক সাখাওয়াত হোসেন কিছুটা মানষিক রোগী। তার চিকিৎসা চালাচ্ছেন তারা।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি...
গাজীপুর প্রতিনিধিঃ কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
মন্তব্য ( ২)
নাম প্রকাশে অনিচ্ছুক
Amar montobo hoilo oi shala ke jabodjibon karadon deya hog amon ki tar pichone groom dim dhukiye deya hog
নাম প্রকাশে অনিচ্ছুক
শুয়োরের বাচ্চাকে জবাই করা হোক। দায়িত্ত্ব আমি নেব জবাই করার