• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে আলুর বস্তায় গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৮ মার্চ, ২০২৪ ১৪:২৯:৫৯

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় আলুর বস্তায় মাদক পরিবহনের সময় ১০ কেজি ৪'শ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী হাফিজুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় আলুর বস্তায় লুকানো ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ রামখান শুকুরটারী গ্রামের মাদক কারবারি পূর্বের একাধিক মামলার আসামী হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি হাফিজুরের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদক ও জুয়া আইনে দু'টি মামলা রয়েছে। সে কৌশলে আলুর বস্তায় মাদক পাঁচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo