• গণমাধ্যম
  • লিড নিউজ

সাংবাদিক রানা মুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

  • গণমাধ্যম
  • লিড নিউজ
  • ১১ মার্চ, ২০২৪ ১৬:১২:৩৯

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  কারাবন্দী সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্তমুক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের বিরদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে আজ সোমবার সকালে দিনাজপুরে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়েছে। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। কারাদন্ডে দন্ডিত রানা দেনিক দেশ রুপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

তার নিঃশর্তমুক্তি এবং ব্যক্তি স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনায় জড়িতদের বিভাগীয় শাস্তির দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ওই মানবন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় বক্তব্য দেন সময় টিভির প্রতিনিধি গােলাম নবী দুলাল,  সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম,  কাশী কুমার দাস, নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি ফখরুল হাসান পেলাশ, দৈনিক দেশ রুপান্তরে দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, সারাদেশ সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। দৈনিক দেশ রুপান্তরে সাংবাদিক রানা তার সর্বশেষ শিকার।অধিকার আইন তথ্য চাইতে গিয়ে বিড়ম্বনার শিকার সে। তার শেষ ঠিকানা হয়েছে জেলখানা। সরকার স্বাধীন সংবাদপত্র, বাক স্বাধীনতার কথা বলে আসছে, কিন্তু আমরা দেখছি শুধু সাংবাদিক তথ্য চাইতে গিয়ে কিংবা কাজ করতে গিয়ে নানাভাব বাধার সম্মুখিন হচ্ছে। 

মন্তব্য ( ০)





  • company_logo