ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি : ফেনীতে কিশোর গ্যাং এসডিকে গ্রুপের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চুরি ও একটি হোল্ডিং চাকুও উদ্ধার করা হয়।
এরা হলেন, ওই গ্রুপের প্রধান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পসিয়াখালী এলাকার বর্তাসানে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার) মো. মিলনের ছেলে মো. রাব্বি (২০), ফেনী পৌর এলাকার পশ্চিম মধুপুর এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৌহিদুল সাগর (১৭), সদর উপজেলার ধলিয়া এলাকার মো. হেলালের ছেলে মো. ফখরুল (২০)।
এঘটনায় ফেনীস্থ র্যাব-০৭`র এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরর পর উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোসহ তাদের তিনজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
মন্তব্য ( ০)