ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তিন দালালকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের টাংকিরপার এলাকার মৃত হোসেন আলীর মেয়ে ফাতেমা (৪০), সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী অজুফা (৪২) ও শহরের হাজীবাগ এলাকার আজিজুল হকের স্ত্রী শান্তনা (৩৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযুক্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছেন এবং তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জোরপূর্বক বিভিন্ন বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতেনাতে তাদের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি...
গাজীপুর প্রতিনিধিঃ কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
মন্তব্য ( ০)