• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় বাংলা মদসহ মাদক কারবারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১৮:৪৪

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে ১০১৫ লিটার বাংলা মদসহ মাদক কারবারী শ্রী অমল চন্দ্র মালি (৪৫) কে বুধবার দিবাগত রাতে আটক করেছে র‌্যাব-৫। অমল উপজেলার মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে। অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার জানানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo