• স্বাস্থ্য

ফেনীতে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগ

  • স্বাস্থ্য
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:১১:১০

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দ্বিতীয় দিনের মত জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। বুধবার সকালে জেলা সদর শহরের সালাউদ্দিন মোড়ে অবস্থিত মেডিল্যব হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা। এ সময় তিনি হাসপাতালটির বিভিন্ন অনিয়ম পেয়ে তাদের সতর্ক করেছেন।   

ডা. এসএসআর মাসুদ রানা বলেন, ২০ বেডের অনুমোদিত মেডিল্যাব হাসপাতালে তিন শিফটে ৬ জন ডাক্তার থাকার কথা।

অথচ সেখানে আছে একজন ডাক্তার। হাসপাতালের নামের সাথে কার্ডিয়াক লিখা থাকলেও নেই কার্ডিওলজি, এম্বুলেন্স নাই। অপারেশন থিয়েটার রুমের সামনে সাংকেতিক বাতি নাই। মেয়াদ উত্তীর্ণ এন্ডোটার্কিয়াল টিউব পাওয়া গেছে।

এ সকল অসঙ্গতি বিষয়ে তাদের সতর্ক করাসহ বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।   

এসময় তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রীর জারিকৃত নির্দেশনাগুলো মেনে চলতে প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে। যারা নির্দেশনাগুলো মানবে না তাদের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo