• অপরাধ ও দুর্নীতি

বীরগঞ্জে র‍্যাবের অভিযান, আটক ২ 

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:২৯:৫৩

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের বীরগঞ্জে গাজার চালানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ সদস্যরা।

র‌্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ইমেইলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের  পীরগঞ্জ উপজেলামুখি গামী পাকা রাস্তা সংলগ্ন করতোয়া কুরিয়া সার্ভিসের সামনে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক দুজন হলো বীরগঞ্জের ডাকেরশ্বরী বগুড়াপাড়ার মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস (৫৩) এবং একই উপজেলার চাকাই কামারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৬)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি করছেন র‌্যাব কর্মকর্কারা। তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পন্থায় সরবরাহ করে আসছে মর্মে  প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে।  ধৃত দুইজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

মন্তব্য ( ০)





  • company_logo