• স্বাস্থ্য

রাণীনগর হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • স্বাস্থ্য
  • ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:২৩:৫০

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার হাসপাতালের সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। 

এর আগে প্রধান অতিথি পুরো হাসপাতাল প্রাঙ্গন ঘুরে দেখন। হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা বিভিন্ন রোগীদের কাছে হাসপাতালের প্রদান করা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিটি ওয়ার্ডের টয়লেটগুলোও তিনি ঘুরে ঘুরে দেখেন। এসময় বিভিন্ন সমস্যা দ্রæত সমাধান করে হাসপাতাল থেকে জটিল রোগসহ যাবতীয় রোগের চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দ্বোরগড়ায় সহজেই পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকারকে শতভাগ বাস্তবায়ন করতে তার সার্বিক
সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি।

এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান কচি, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি রাণীনগর উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের পিন্টু, যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo