• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৪৭:২৭

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। মঙ্গলবার দুপুরে এই কারাদণ্ডের আদেশ দেন, অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম। 

দন্ডপ্রাপ্তরা হলেন- নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রুবেল হক ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে মো. হযরত আলী। এদের মধ্যে দন্ডপ্রাপ্ত রুবেল আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন হয়রত আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, নিহত তাজিমুল পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন।

২০২০ সালের ১৯ নভেম্বর আসামীরা ধান নিয়ে আসার কথা বলে তাজিমুল হকের অটোরিকশা ভাড়া নেন। এরপর অটো রিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয়া হয়।

পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাজিমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য ( ০)





  • company_logo