ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপিকে ‘মাজা ভাঙা’ দল হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি মাজা ভাঙা। তাদের নিয়ে আর মাথাব্যথা নেই।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
বিএনপি সংসদে না থাকলেও সংসদ কার্যকর হতে কোনো বাধা দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্র আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে।
নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের ছাড় দেওয়া হবে না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি অন্তঃসারশূন্য। তারা আন্দোলন করতে ব্যর্থ। আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। তারা মুখে যা বলে, কাজে তা দেখাতে পারে না। দেশের মানুষকে তারা আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে।
এদিন আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের ৪৮ জন প্রার্থী ওবায়দুল কাদেরের নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রার্থীদের মধ্যে একজন ১৪ দলীয় জোটের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগ শরিক ১৪ দলের জোটের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত ৪৮ প্রার্থীর মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন বলে ওবায়দুল কাদের নিশ্চিত করেন। বাকি দুইজন পথে ছিলেন। এছাড়া প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থক হিসেবে দলের এমপিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় ...
ফেনী প্রতিনিধি : ফেনীতে পারিবারিক কলহের জেরে সন্তান ও স্ত...
পাবনা প্রতিনিধিঃ ৫ আগষ্ট পরিবর্তী দিনগুলো বাংলাদেশের ইতিহ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের স...
মন্তব্য ( ০)