• শিক্ষা

শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল হতে হবে: আবুল কালাম আজাদ এমপি

  • শিক্ষা
  • ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৫৫:৪৫

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এমপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে। জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

 সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হালিমা বেগম প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo