ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: বাবার লাশ বাড়ীতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে রুবাইয়াত আলম নামে একজন ছাত্রকে। আজ পরীক্ষার দিনে ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। রুবাইয়াত আলম বীরগঞ্জের মােহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
জানা গেছে, হৃদরােগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় তার বাবা ইউপি সদস্য সফিউল আলম সুরুজ নিজ বাড়ীতে মারা যান। আজ বৃহস্পতিবার তাকে দাফন কাফনের সিদ্ধান্ত নেন স্বজনরা। অন্যদিকে পিতার হঠাৎ মৃত্যু শােক কাতর অবস্হায় বাবার লাশ বাড়ীত রেখে অশ্রুসজল চোখে স্হানীয় ভােগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে ছেলে রুবাইয়াত আলমকে।
মাহানপুর আদর্শ উচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের মেধাবী ছাত্র রুবাইয়াত আলম মানবিক বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করেছে। তার রােল নম্বর ৫৩৭৮৫১। মােহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােপাল দেবশর্ম্মা জানান, জানাজার নামাজ শেষে মরহুম ইউপি সদস্য শফিউল আলম সুরুজকে বিকাল ৩টার দিকে দাফন করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই স...
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়...
মন্তব্য ( ০)