• কূটনৈতিক সংবাদ

জুনাইদ আহমেদ পলকের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ

  • কূটনৈতিক সংবাদ
  • ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৫৪:৩৪

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম।  

বুধবার ডাকভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতসংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী পলক বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক তুলে ধরে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি, সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিক কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়ায় অত্যন্ত স্বাচ্ছন্দবোধ করেন। এ সময় তিনি গত ১৫ বছরে বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কের জন্য মালয়েশিয়া অত্যন্ত গর্বিত।

মন্তব্য ( ০)





  • company_logo