ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি পাপের খেসারত দিচ্ছে আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে। ক্ষমতায় থাকতে ও ক্ষমতার বাইরেও বিএনপি নানান অপকর্ম করেছে, দূর্ণীতি, সন্ত্রাসী ও লুটপাট করেছে। এসবের কারনেই আজ বিএনপি তার খেসারত দিচ্ছে। আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে। আওয়ামী লীগ জনগনের আন্থা অর্জণ করেছে বলেই টানা ৪ বার ক্ষমতায় এসেছে। আমরা বিএনপি নিয়ে ভাবছি না। আমাদের এখন একটাই লক্ষ্য সেটা হলো মানুষ শেখ হাসিনার উপর আবারও আস্থা রেখেছে তার প্রতিফলন হিসেবে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা। দেশকে উন্নত স্মাট বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এসব কথা বলেন।
এসময় হানিফ আরো বলেন, দ্রব্যমূল্য কমাতে সরকার বদ্ধপরিকর, এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। মায়ানমার সীমান্ত প্রসঙ্গে হানিফ বলেন, ইতিমধ্যে মায়ানমারকে সতর্ক করা হয়েছে। বিএনপির অভিযোগ নিয়ে না ভেবে দেশের ভালোর জন্য যা যা করার সবই করা হবে। সম্প্রতি কারাগারে বিএনপির নেতাকর্মী মারা যাওয়ার বিষয়ে বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, কারাগারে যারা আছেন তারা সন্ত্রাসী, তাদেরকে নেতাকর্মী বলা যাবে না। কারাগারে মানুষ মারা যেতেই পারে, তবে কোন অবহেলায় কেউ মারা গেলে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।
এসময় কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন হানিফ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে কলেজের শেখ রাসেল মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)